সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে পুলিশের এলোপাতাড়ি গুলি, নিহত ২

প্রকাশ: ১০ জুন ২০২২ | ৬:২০ অপরাহ্ণ আপডেট: ১০ জুন ২০২২ | ৬:২০ অপরাহ্ণ
কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে পুলিশের এলোপাতাড়ি গুলি, নিহত ২

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাতাড়ি গুলিতে দুইজন নিহত হয়েছেন। দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যের এলোপাতাড়ি গুলিতে মোটরসাইকলে আরোহী এক নারী নিহত হয়েছেন। এসময় ওই পুলিশ নিজেও রাইফেল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

কলকাতা পুলিশ সূত্রে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত নিরাপত্তারক্ষী এলোপাতাড়ি গুলি চালায়। পরে গুলি চালিয়ে নিজেকেও শেষ করে দেন ওই নিরাপত্তারক্ষী। এছাড়াও বেশ কয়েকজনের শরীরে গুলি লেগেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

জানা গেছে, সম্প্রতি ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কাজে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশ মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০-১৫ রাউন্ড গুলি চালান তিনি। তারপর নিজের শরীরে গুলি করে নিজেকে শেষ করেন। ওই পুলিশের ছোড়া গুলি গিয়ে লাগে এক নারীর গায়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের সমাবেশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত পোস্ট