বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

করোনায় মারা যাওয়াদের ৭৭.৯ শতাংশই নেননি টিকা

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২ | ৭:৫৪ অপরাহ্ণ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ | ৭:৫৪ অপরাহ্ণ
করোনায় মারা যাওয়াদের ৭৭.৯ শতাংশই নেননি টিকা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ১৪০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭৭ দশমিক ৯ শতাংশই করোনা সংক্রমণ প্রতিরোধে টিকার একটি ডোজও গ্রহণ করেননি। সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে মারা যাওয়া ১৪০ জনের মধ্যে মাত্র ৩১ জন (২২ দশমিক ১ শতাংশ) করোনার টিকা নিয়েছিলেন। এই ৩১ জনের মধ্যে ছয়জন প্রথম ডোজ, ২৩ জন দ্বিতীয় ডোজ, দুই জন বুস্টার ডোজ নিয়েছিলেন। আর অবশিষ্ট ১০৯ জনই (৭৭ দশমিক ৯ শতাংশ) করোনার টিকার কোনো ডোজই গ্রহণ করেননি।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে। শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সম্পর্কিত পোস্ট