শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

করোনায় আরও চারজনের মৃত্যু

প্রকাশ: ১ জানুয়ারি ২০২২ | ৬:৫৫ অপরাহ্ণ আপডেট: ১ জানুয়ারি ২০২২ | ৬:৫৫ অপরাহ্ণ
করোনায় আরও চারজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনা আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৭০ জন।

আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় নতুন রোগী কমলেও গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে। আগের দিন ২ জনের মৃত্যু এবং ৫১২ জন রোগী শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ১৫ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৪৩ শতাংশ। আগের দিন এ হার ছিল ২ দশমিক ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের চারজনই ঢাকা বিভাগের। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। গত ডিসেম্বরের প্রথম কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। শেষ দিকে এসে শনাক্তের হারও বাড়তে শুরু করে।
বিজ্ঞাপন

২০২০ সালের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৬ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২০৩ জন সুস্থ হয়েছেন।

সম্পর্কিত পোস্ট