দেশে ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনা শনাক্ত হওয়া রোগীর প্রায় ৭২ শতাংশই ছিলেন মহানগরসহ ঢাকা জেলার। এ সময়ে পাঁচ জেলা ছিল করোনা শনাক্ত শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের আজ সোমবারের দেওয়া বিজ্ঞপ্তিতে এ চিত্র উঠে এসেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। তাঁদের মধ্যে ৪ হাজার ৭৮৯ জন ঢাকা জেলার। অর্থাৎ ৭১ দশমিক ৭৩ শতাংশই এ অঞ্চলের।
আগের দিন করোনায় মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ২২২। এর মধ্যে ঢাকা জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৩। অর্থাৎ এ সময় মোট শনাক্তের ৭৬ দশমিক ৭৬ শতাংশ ছিল এই এলাকা থেকে।
কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হার বাড়ছে। করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে।
গত মাসের প্রথম দিকেও দেশে করোনা শনাক্তের হার ১ শতাংশের ঘরেই ছিল। তবে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০–এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে এ সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যায় ১০ জানুয়ারি। এর চার দিনের মাথায় গত শুক্রবার দৈনিক রোগী শনাক্ত ৪ হাজার ছাড়ানোর তথ্য আসে।
করোনা রোগী শনাক্তের শীর্ষে বরাবরই ছিল ঢাকা মহানগরসহ এ জেলা। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে পাঁচ জেলায় কারও করোনা শনাক্ত হয়নি। এগুলো হলো শরীয়তপুর, বরগুনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড়।