
কম্বোডিয়ায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ বিজিএমইর সভাপতি ফারুক হাসান। রবিবার (৮ মে) সন্ধ্যায় নৈশভোজ শেষে আলোচনায় দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের সুবিধা-অসুবিধার কথা কমিউনিটির সদস্যরা তুল ধরেন। তারই সাথে কম্বোডিয়াতে বাংলাদেশের দূতাবাস চালু করার ব্যাপারে বিজিএমইএ’র সহায়তাও চাওয়া হয়।
কম্বোডিয়ার বাংলাদেশি কমিউনিটির সিনিয়র সদস্য এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো. হুমায়ুন কবির জানান, প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে নৌকা ভ্রমণে অনেক গল্প, কবিতা, গান এবং নৈশভোজের মাধ্যমে ফারুক হাসান এবং উনার সহধর্মিনীকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত বাংলাদেশিরা।
বিশ্ব ব্যাংকে কর্মরত ড. জিয়া হায়দারের তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতায় এই মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এই বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে কিভাবে বার্তা পৌঁছানো যায় সেজন্য ফারুক হাসানের কাছে কমিউনিটির পক্ষ থেকে পরামর্শও চাওয়া হয়।