নোয়াখালীর কবিরহাট উপজেলায় আট বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশু বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গ্রেফতারকৃত ধর্ষক মো.ইয়াছিন (২৪) উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের মো.সাহাব উদ্দিনের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফতেজঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিকাল ৫টার নাগাদ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, দুপুর ১টার দিকে বাড়ির সামনে রাস্তার পাশে অভিযুক্ত যুবক জোরপূর্বক ওই শিশুকে ধর্ষণ করে। পরে ভিকটিমের পরিবার জানতে পেরে তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। থানায় বিষয়টি মৌখিকভাবে অবহিত করে তারা।
ওসি বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত ধর্ষককে শুক্রবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।