শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

কক্সবাজার থেকে পল্টনে ইয়াবা এনে ধরা দুজন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ৯:৩৯ পূর্বাহ্ণ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ৯:৩৯ পূর্বাহ্ণ
কক্সবাজার থেকে পল্টনে ইয়াবা এনে ধরা দুজন

রাজধানীর পল্টন এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন— পেঠান আলী ও মোহাম্মদ কামাল উদ্দীন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পল্টন মডেল থানা পুলিশ।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া জানান, কিছু মাদক ব্যবসায়ী নয়াপল্টনের এপেক্স জুতার শো-রুমের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় থানার একটি টিম।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় পেঠান আলী ও কামালকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, আসামীরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। সর্বশেষ ইয়াবার এ চালানটি খুচরা বিক্রির আগেই ধরা পড়ে। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

সম্পর্কিত পোস্ট