সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

কংগ্রেসম্যান ও থিঙ্কট্যাংকের সাথে বৈঠকের জন্য

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দল

প্রকাশ: ১৮ মে ২০২২ | ৮:৪১ অপরাহ্ণ আপডেট: ১৮ মে ২০২২ | ৮:৪১ অপরাহ্ণ
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রভাবশালী একাধিক সদস্য এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুটি থিঙ্কট্যাংকের সাথে বৈঠকের জন্য মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন সাবেক শিক্ষা মন্ত্রী নূরল ইসলাম নাহিদ এমপি, নাহিম রাজ্জাক এমপি এবং কাজী নাবিল আহমেদ এমপি।

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম তাদেরকে ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে স্বাগত জানান। এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৫ দিনের এ রাষ্ট্রীয় সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও মার্কিন কর্মকর্তাগণের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে।

জানা গেছে, আগামী ২২ মে প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। তার আগে প্রবাসীদের সাথেও বৈঠক করবেন।

সম্পর্কিত পোস্ট