সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

মাস্কের বিধিনিষেধ শিথিল

ওমান প্রবেশে লাগবে না করোনা পরীক্ষা

প্রকাশ: ১ মার্চ ২০২২ | ১২:২৪ পূর্বাহ্ণ আপডেট: ১ মার্চ ২০২২ | ১২:৫৪ পূর্বাহ্ণ
ওমান প্রবেশে লাগবে না করোনা পরীক্ষা

মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে ওমান প্রবেশে ক্ষেত্রে ৭২ ঘন্টা পূর্বের করোনা পরীক্ষার যে বিধিনিষেধ ছিল তা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত এই দেশটি।

মঙ্গলবার (১ মার্চ) থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা করা হয়। ওমানের করোনা প্রতিরোধ সুপ্রিম কমিটি সোমবার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত দিয়েছে।

ওমানের গণমাধ্যমের বরাতে জানা গেছে, দীর্ঘ দুই বছর ধরে আরোপিত করোনার বিধিনিষেধ শিথিল হতে যাচ্ছে দেশটিতে। যেসব যাত্রী ওমান সরকার কর্তৃক অনুমোদিত করোনার দুই ডোজ গ্রহণ করেছেন তারা দেশটিতে প্রবেশের পূর্বে কোন প্রকার কভিড পরীক্ষা দিতে হবে না। একই সাথে শীতল করা হয়েছে মাস্কের ব্যবহার। মঙ্গলবার থেকে উন্মুক্ত জায়গায় চলাফেরায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। তবে আবদ্ধ স্থান সমূহে মাস্ক পরিধান করতে হবে। এছাড়াও উক্ত বৈঠকে দেশটির হোটেলের ধারণ ক্ষমতা শতভাগ করা যাবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

ওমান সরকারের এ সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে দেশটিতে বসবাসরত প্রবাসীরা। ওমানস্থ বাংলাদেশ সোস্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন বলেন, এ সিদ্ধান্তের ফলে করোনাকালীন সৃষ্ট সমস্যাগুলো লাঘব হবে। ওমান সরকারের প্রতি প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

সংলাপ ২৮/০২/০০২ হাসান

সম্পর্কিত পোস্ট