
জুয়া খেলার অপরাধে ১৫ বাংলাদেশিকে কারদণ্ড ও ভিসা বাতিলের আদেশ দিয়েছে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত দেশ ওমান।
দেশটির আদালত রায়ের শুনানিতে গ্রেফতারকৃত ১৮ জনের মধ্যে ৩ জনের কোনো অপরাধ প্রমাণিত না হওয়ার তাদের নিঃশর্তে মুক্তি দেয়।
অভিযুক্তদের ১’শ রিয়েল জরিমানাসহ ৩ মাসের জেল ও সাজা শেষে তাদের ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়।
বুধবার (২৯সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯ টায় এ রায় ঘোষণা করে দেশটির আদালত।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর দেশটির মুসান্দাম প্রদেশের খাসাব অঞ্চল থেকে জুয়া খেলার অপরাধে ১৮ জন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ।
ওমানে মদ, জুয়া ও ইসলামী শরিয়াহ্ মোতাবেগ নিষিদ্ধ বিষয় সমূহের জন্য সর্বোচ্চ সাজার আইন বৃদ্ধমান রয়েছে। এসব কাজে জড়িয়ে দেশের সুনাম ক্ষুণ্ণ না করতে আহবান জানিয়েছে ওমান বাংলাদেশ দূতাবাস ও দেশটিতে অবস্থানরত কমিউনিটির নেতৃবৃন্দ।