শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ওমানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শাহীন

প্রকাশ: ৩ অক্টোবর ২০২১ | ৫:০৪ অপরাহ্ণ আপডেট: ৪ অক্টোবর ২০২১ | ১২:২৮ পূর্বাহ্ণ
ওমানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শাহীন

ক্রমশ ভয়ানক রূপ ধারণ করে ওমানের রাজধানী মাস্কাট ও তার নিকটস্থ অঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় শাহীন।

দেশটির আবহাওয়া দপ্তর ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, আজ সন্ধ্যা নাগাদ দেশটির আল মুসানা ও সোহারা উত্তরাঞ্চলে আঘাত হানাতে পারে। অত্র অঞ্চলগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

গত ৭ দশকের মধ্য দেশটি প্রথম কোন ভয়ানক ঝড়ের মুখোমুখি হয়েছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটি জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি ও উদ্ধার অভিযান পরিচালনায় জরুরি টিম গঠন করা হয়েছে।

ইতোমধ্যে ওমান সরকার চিহ্নিত অঞ্চলগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়েছে। এ ছাড়া সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখা সহ সোমবার ও মঙ্গলবার দুই দিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাব’ গত ২৬ সেপ্টেম্বর ভারতের পূর্ব উপকূলে আঘাত হানে। ভারতের উত্তর প্রদেশে ব্যাপক বর্ষণ ঘটিয়ে তার শক্তি হ্রাস করে আরব সাগরের দিকে চলে যায়। আরব সাগরে গিয়ে শুক্রবার ফের প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে পাকিস্তান উপকূল ঘেঁষে এ উপসাগরীয় দেশ ওমানের দিকে অগ্রসর হচ্ছে।

সম্পর্কিত পোস্ট