শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ওমরাহ করতে গিয়ে নিখোঁজ চট্টগ্রামের এক নারী

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৩ | ৮:১৫ অপরাহ্ণ আপডেট: ১ জানুয়ারি ২০২৩ | ৮:১৫ অপরাহ্ণ
ওমরাহ করতে গিয়ে নিখোঁজ চট্টগ্রামের এক নারী

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে চট্টগ্রামের চকবাজারের এক নারী হজযাত্রী নিখোঁজ হয়েছেন।

গত শুক্রবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে তিনটায় ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার মসজিদুল হারামে প্রবেশ করার সময় কাবা ঘরের সামনে থেকে তিনি নিখোঁজ হন তিনি।

নিখোঁজ হজযাত্রীর নাম রাবেয়া বসরী (৫৯)। তার স্বামীর নাম নুরল ইসলাম। গত মঙ্গলবার বিকেলে নিখোঁজ হওয়ার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন সৌদিআরবের মক্কা প্রবাসী রিয়াজ আকবর চৌধুরী।

রাবেয়ার স্বামী ও অন্য হাজিদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক খোঁজা খুজির পর এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ ও সৌদি আরবের মক্কা বাংলাদেশ হজ অফিসে জানানো হয়েছে।

উল্লেখ্য, রাবেয়া বসরী তার স্বামী নুরুল ইসলামসহ বাংলাদেশ থেকে গত ২৩ ডিসেম্বর চট্টগ্রামের অক্সফোর্ড ইন্টারন্যাশনাল হজ ও ওমরাহ কাফেলা মাধ্যমে ওমরাহ পালনের জন্য সৌদিআরবে যান।

নিখোঁজ রাবেয়া বসরীকে খুজে পেতে তার স্বামী নুরুল ইসলাম মক্কার প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন। কেউ সন্ধান পেলে তাৎক্ষণিক এ নাম্বারে ০৫৩৩৮৬২৯৬৭ যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট