সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

এরাবিয়ান ও দেশি খাবারে রিজেন্সিতে ইফতার আয়োজন

প্রকাশ: ৩১ মার্চ ২০২২ | ১০:৪৮ পূর্বাহ্ণ আপডেট: ৩১ মার্চ ২০২২ | ১০:৪৮ পূর্বাহ্ণ
এরাবিয়ান ও দেশি খাবারে রিজেন্সিতে ইফতার আয়োজন

দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার এ মাসে ইফতার নিয়ে থাকে নানা আয়োজন ও উৎসব। প্রতি রমজানে ঢাকা রিজেন্সিতেও আয়োজন থাকে একটু ভিন্ন রকম ঐতিহ্যবাহী ও মজাদার ইফতারের।

এক বিজ্ঞপ্তিতে রিজেন্সি জানায়, হুমুস, সরমা, কাবসা, বাকলাভা, কাতায়েফ-এর সঙ্গে বাঙালি ছোলা, পেঁয়াজু, বেগুনি, শাহী হালিম, রেশমি জিলেপিসহ এরাবিয়ান ও দেশীয় মজার মজার সব ইফতার থাকবে রিজেন্সিতে। সঙ্গে থাকছে আকর্ষণীয় মূল্যে ইফতারের সঙ্গে বুফে ডিনার ৪৭৪৭ টাকায়।

কয়েকটি ব্যাংকের কার্ডহোল্ডার, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং জিপি স্টারদের জন্য থাকছে বাই ওয়ান গেট ওয়ান অফার।

রিজেন্সি আরও জানায়, রমজান মাসে ঢাকা রিজেন্সিতে উপভোগ করা যাবে এসব সুস্বাদু খাবার, কাটানো যাবে অবসর সময়। আকর্ষণীয় মূল্যে কাপলদের জন্য রয়েছে ঢাকা রিজেন্সির স্পেশাল স্টে প্যাকেজ (রাত্রিযাপন) ৮০৮০ টাকায়। সঙ্গে নিতে পারেন যেকোনো সেট মেনু ১৫০০ টাকায় (সেহেরি, ইফতার, ব্রেকফাস্ট, লাঞ্চ)।

সম্পর্কিত পোস্ট