বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

এবার মাল্টার ভিসা মিলবে ঢাকা থেকেই

প্রকাশ: ৩১ জুলাই ২০২২ | ৬:৩৬ অপরাহ্ণ আপডেট: ৩১ জুলাই ২০২২ | ৬:৩৬ অপরাহ্ণ
এবার মাল্টার ভিসা মিলবে ঢাকা থেকেই

ঢাকা থেকেই বাংলাদেশিদের ইউরোপের দেশ মাল্টার ভিসা দেওয়া হবে। গ্রিস ও মাল্টায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাল্টা সরকার ঢাকাস্থ ‘ভিএফএস’ গ্লোবালের মাধ্যমে বাংলাদেশিদের ভিসার আবেদন প্রক্রিয়াকরণসহ অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাল্টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবশিষ্ট প্রস্তুতি সম্পন্ন হলে আগামী আগস্টে প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকরা ঢাকাস্থ অফিসে ভিসার আবেদন জমা করতে পারবেন। তাই সংশ্লিষ্ট সবাইকে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মাল্টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জরুরি ভিসার আবেদনের জন্য আগ্রহী প্রার্থীরা তাদের নিজ নিজ নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে কুরিয়ারযোগে আইডেন্টি মাল্টায় তাদের ভিসা আবেদনসহ পাসপোর্ট পাঠাতে পারেন। সেক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে এবং কর্তৃপক্ষ তাদের আবেদন বিবেচনা পূর্বক পাসপোর্টে ভিসা স্টিকার লাগিয়ে পুনরায় তাদের নিজ নিজ ঠিকানায় ফেরত পাঠাবে।

মাল্টা ভূমধ্যসাগরে অবস্থিত ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র। ইতালির সিসিলি দ্বীপের প্রায় ১০০ কি.মি. দক্ষিণে ও আফ্রিকা মহাদেশের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে কতগুলো প্রবাল দ্বীপ নিয়ে গঠিত দেশ মাল্টা। এর মধ্যে কেবল মাল্টা, গোজো ও কোমিনো দ্বীপে মনুষ্যবসতি আছে। দ্বীপগুলোর তটরেখা অনিয়মিত, ফলে এগুলোতে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মিলে।

মাল্টার অর্থনৈতিক ভারসাম্য রক্ষা, শিল্প-কারখানা ও পর্যটন শিল্পের জন্য অনেক বিদেশি শ্রমিকের প্রয়োজন। করোনাভাইরাস মহামারি পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন সেক্টরে কর্মী সংকট দেখা দিয়েছে। যার ফলে মনে করা হচ্ছে বাংলাদেশের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় তাদের ইউরোপে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনের মাধ্যমে এই সুযোগ কাজে লাগাতে পারেন বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

ইউরোপের দেশ গ্রিস, মাল্টা ও ইতালিতে বিভিন্ন খাতে বৈধভাবে জনশক্তি নেওয়া হবে। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন দেশের শ্রমিকের পাশাপাশি বাংলাদেশ থেকেও ইমারত শ্রমিক হিসেবে প্রায়ই তিন হাজার প্রবাসী বাংলাদেশি বৈধভাবে মাল্টায় যাওয়ার সুযোগ পেয়েছেন। বেশিরভাগ বাংলাদেশি ভারতে অবস্থিত মাল্টা দূতাবাস থেকে ইমারত তৈরি বা কনস্ট্রাকশন কাজের ভিসা নিয়ে প্রবেশ করেছেন মাল্টায়। যদিও বর্তমানে এই ভিসা বন্ধ আছে।

গত কয়েক মাস আগে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ মাল্টা পরিদর্শন করেছেন, তিনি গ্রিসের পাশাপাশি মাল্টা ও আলবেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত। তার কূটনৈতিক সফরে মাল্টার সরকারের সঙ্গে দি-পাক্ষিক এক বৈঠকে ঢাকায় ‘ভিএফএস’ এর মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

রাষ্ট্রদূতের প্রচেষ্টায় গত ১৯ জুলাই থেকে সম্পূর্ণ সরকারিভাবে ঢাকা ভিএফএস থেকে বাংলাদেশিদের মাল্টায় আসার ভিসা চালুর অনুমোদন দেওয়া হয়েছে। শক্তিশালী সিন্ডিকেট বা দালালদের দৌরাত্ম্য আর কাজ হবে না। তাই বিদেশ গমনেচ্ছুক সকল বাংলাদেশিদের দালাল চক্র থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত।

সম্পর্কিত পোস্ট