সময়ের সংলাপঃ প্রবাসে থেকে সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেন কীভাবে?
রাজা মল্লিকঃ হয়তো প্রবাসে আছি কিন্তু আমাদের মধ্যে সবসময় দেশাত্মবোধ কাজ করে। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি আমাদের স্বদেশ, লাল-সবুজের দেশ, আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আবেগ জড়িয়ে থাকে। তাই ঈদ এলে আমরা একেঅপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ভুলিনা। কাছে কী-বা দূরে, যেখানে যে অবস্থায় থাকি সেখান থেকে কূশল বিনিময় করি। যতটা সম্ভব সবার সঙ্গে মিলেমিশে ঈদ উদযাপন করি। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের ধর্ম।
সময়ের সংলাপঃ ঈদ উদযাপনের পরিকল্পনা কী?
রাজা মল্লিকঃ আমার কোম্পানি বা প্রতিষ্ঠানে যারা কাজ করে ওরা আমার কর্মচারী নয়, ওরা আমার পরিবারের সদস্য। আমি প্রবাসে যতদিন রয়েছি তাদের সঙ্গে মিলেমিশে থাকি। আর তাই ঈদ উদযাপনটাও তাদের সঙ্গেই করি। প্রতি বছর আমরা ঈদ উপলক্ষে পুনঃমিলনী বা মিলন মেলার আয়োজন করে থাকি। করোনার কারণে বিগত দুই বছর এমন কোন আয়োজন ছিল না। তবে এবার আমরা আনন্দ উৎসব আয়োজনের পরিকল্পনা করছি। আমরা চেষ্টা করবো সুন্দর পরিবেশে পরিবার পরিজন নিয়ে আনন্দমুখর ঈদ উদযাপনের।
সময়ের সংলাপঃ এবার কেমন হবে ঈদের আনন্দ?
রাজা মল্লিকঃ মহামারি করোনাভাইরাসের কারণে বিগত দুই বছর নানান বিধিনিষেধের বেড়াজালে আমরা একে অপরের সঙ্গে মিলিত হতে পারি নাই। একের পর এক প্রিয়জন হারানোর শোকে ঈদের আনন্দ কী তা প্রায় ভুলতে বসেছিলাম। বিগত দিনের গ্লানি ভুলে এ বছর দ্বিগুণ আনন্দে ঈদ উদযাপন হবে। যা ফেলে আসা দিনগুলোর শূন্যতা পূরণ করবে বলে আমি আশাবাদী। বিশ্বব্যাপী সকল মুসলমান ভাই-বোনেরা মিলেমিশে এবারের ঈদ আনন্দ করবে।
সময়ের সংলাপঃ ঈদের শুভেচ্ছা জানিয়ে কিছু বলুন-
রাজা মল্লিকঃ বিগত দুই বৎসরে করোনা ভাইরাসের ভয়াল থাবায় অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনেকে তাদের প্রিয়জনকে হারিয়েছে। আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সকল প্রবাসী ও মুসলমানদের প্রতি শুভ কামনা জানাচ্ছি। তারা যেন এবার স্বতঃস্ফূর্ত ভাবে ঈদ উদযাপন করতে পারে। ঈদ হোক আনন্দমুখর। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।