রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

এতিম শিশুদের পাশে বাংলাদেশি ব্যবসায়ী আমজাদ

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২ | ৯:০৪ অপরাহ্ণ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ | ৯:০৪ অপরাহ্ণ
এতিম শিশুদের পাশে বাংলাদেশি ব্যবসায়ী আমজাদ

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে থেকে সহযোগিতার পাশাপাশি করোনা কালীন সময় কয়েকশ’ মালয়েশিয়ানদের মাঝে খাদ্য সহায়তা দিয়ে প্রশংসা কুঁড়িয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মনির বিন আমজাদ।

প্রতি বছরের মতো এবারও স্থানীয় এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছেন তিনি। শনিবার মালয় আয়াবাগান কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে এতিম ও সাধারণ শিশুদের মাঝে ঈদ সালামি বিতরণ করেন তিনি।

মনির বিন আমজাদ বলেন, আমাদের মহানবী (সঃ) এতিমদেরকে খুব ভালোবাসতেন এবং আমাদেরকেও এটি অনুসরণের নির্দেশনা দিয়েছেন। এতিম শিশুদের প্রতি আমার একটা দুর্বলতা সব সময়ই কাজ করে, এ জন্যই মালয়দের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি।

স্থানীয় নাগরিক মোহাম্মদ মান বলেন, করোনা মহামারীর কারণে গত দুই বছর এমন আয়োজন না হওয়ায় খুব কষ্ট লেগেছিলো। দুই বছর পর এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই অনুষ্ঠানের মাধ্যমে যদি অতিথি ও এতিম শিশুদের মাঝে আনন্দ দিতে পারি তবেই আমরা সার্থক।

সরা বিশ্বের মুসলিমদের শান্তি ও মালয়েশিয়ার উন্নতি কামনায় দোয়ার পরে সাধারণ ও এতিম শিশুদের মাঝে ঈদ সালামি বিতরণ এবং বিভিন্ন মাদ্রাসায় অনুদান প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পর্কিত পোস্ট