রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

‘এক্সপো ২০২০’র বাংলাদেশ প্যাভিলিয়নে দুইদিনের সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: ৫ নভেম্বর ২০২১ | ৩:৩০ অপরাহ্ণ আপডেট: ৫ নভেম্বর ২০২১ | ৩:৩৫ অপরাহ্ণ
‘এক্সপো ২০২০’র বাংলাদেশ প্যাভিলিয়নে দুইদিনের সেমিনার অনুষ্ঠিত

দুবাইয়ে চলমান বৈশ্বিক বৃহত্তর বাণিজ্যিক প্রদর্শনী ‘এক্সপো ২০২০’ এর বাংলাদেশ প্যাভিলিয়নে দুই দিনব্যাপী পৃথক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ১ নভেম্বর প্রথম দিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বিএম আমিন উল্লাহ নূরী কর্তৃক উপস্থাপিত ‘এ স্মার্ট সিটি ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল আরবান হাউজিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এতে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর।

দ্বিতীয় দিন গত ৩ নভেম্বর অনুষ্ঠিত দিনব্যাপী সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি সংস্থা যথাক্রমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ধারাবাহিকভাবে তিনটি সেমিনার পেপার উপস্থাপিত হয়। এ দিন সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালযের অতিরিক্ত সচিব মোঃ হেমায়েত হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

সেমিনারে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান মোঃ দেলওয়ার হায়দার, গণপূর্ত অধিদপ্তরের পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শহিদুল আলম এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে প্রধান নগর পরিকল্পনাবিধ মোঃ শাহিনুল ইসলাম খান সেমিনারে পেপার উপস্থাপন করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারের সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। এ ছাড়াও সেমিনারে প্যালেলিস্ট হিসেবে নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ সচিব নায়লা আহম্মেদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ আশরাফুল ইসলাম অংশগ্রহণ করেন।

দুইদিনের প্রাণবন্ত সেমিনারে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশি পেশাজীবী, ব্যবসায়ী ছাড়াও মালেয়শিয়া, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের পেশাজীবী ও সম্ভাব্য বিনিয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট