
কাতার ২০২২-বিশ্বকাপের মূল পর্বে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে বাছাইপর্বে তাদের আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। যার একটি হলো ভেনিজুয়েলা অন্যটি ইকুয়েডরের বিপক্ষে।
বাছাইপর্বে মেসিদের শেষ ম্যাচ ছিল ভেনিজুয়েলার বিপক্ষে। এই ম্যাচটি একদিন পিছানো হয়েছে। আগামী ২৪ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দিনটি আর্জেন্টাইনদের কাছে একটি স্মরণীয় দিন। তাই মানবাধিকার সংগঠনের অনুরোধে ২৪ মার্চের পরিবর্তে ২৫ মার্চ ম্যাচটি আয়োজন করবে ফিফা।
১৯৭৬ সালের ২৪ মার্চ এই দিনে সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ইসাবেল পেরনকে ক্ষমতাচ্যুত করে সরকারের দায়িত্ব নেয় সামরিক জান্তা। জেনারেল জর্জ রাফায়েল ভিদেলা প্রেসিডেন্ট হন। পরে ১৯৮১ সালে তিনি জেনারেল রবার্তো ভিয়োলাকে ক্ষমতা হস্তান্তর করেন। ৮৭ বছর বয়সে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত অবস্থায় জেনারেল ভিদেলার মৃত্যু হয়।
১৯৭৬ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত আর্জেন্টিনার ক্ষমতায় থাকে সামরিক জান্তা। মানবধিকার সংগঠনগুলোর দেওয়া হিসাব অনুযায়ী, সামরিক শাসনের সাত বছরে আর্জেন্টিনায় ৩০ হাজার মানুষ নিহত হয়। তাই আর্জেন্টিনার ইতিহাসে ২৪ মার্চ তারিখটি একটি কালো দিন হিসেবে চিহ্নিত। এই দিনে দেশটিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।