পরীমণি ও শরিফুলের রাজের মনের মিল কতটা জোরালো তা সবারই জানা। মাত্র এক সপ্তাহের পরিচয়ে প্রেম ও বিয়ে সেরেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত এই তারকা দম্পতি। তবে বিশ্বকাপ ফুটবল তাদের সেই বোঝাপড়ার জগতে হানা দিয়েছে। এখানে দুজনার দুটি মত, দুটি পথ। পরীর পছন্দের দল আর্জেন্টিনা, আর ছোটবেলা থেকেই ব্রাজিলভক্ত রাজ।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে আপাতত খুব চাপে আছে পরীর আর্জেন্টনা। স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জিততেই হবে মেসিদের। হারলেই বিদায়। এ অবস্থায় দলকে নিয়ে পরী যখন খুব টেনশনে তখন পাশে পেলেন স্বামী শরিফুল রাজকে। আজকের জন্য স্ত্রী পরীর পাশে দাাঁড়াচ্ছেন রাজ, দিচ্ছেন আকুণ্ঠ সমর্থন।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে পরীমণি বলেন, ‘গত ম্যাচটি হারার পর থেকে আমি বাসায় অনেকটা নাজুক অবস্থায় আছি। ব্রাজিল সমর্থক রাজ নানাভাবে আমার সঙ্গে মজা নিচ্ছে। আমাকে ক্ষেপাচ্ছে। আজকে আর্জেন্টিনাকে জিততেই হবে। মেসিদের আজকের জয়ই পারে আমাকে উদ্ধার করতে। আমার বিশ্বাস আর্জেন্টিনা এই ম্যাচটি অবশ্যই জিতবে এবং তাদের ভক্তদের মুখে হাসি ফোটাবে।
রাজ বললেন, ‘যখন থেকে ফুটবলের জ্ঞান হয় তখন থেকেই আমি ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের খেলা মন প্রাণ দিয়ে উপভোগ করি। এবারের বিশ্বকাপেও তাদের প্রথম ম্যাচটি ছিল অসাধারণ। তবে আজ রাতে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে আমি আর্জেন্টিনার সাপোর্টার। পরীকে জেতাতেই আমার এই সমর্থন। আমি খুব করে আর্জেন্টিনা ম্যাচটি জিতুক। জিতবেও। কারণ তারা হেরে বিদায় নিলে বিশ্বকাপের সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যাবে। শুভকামনা রইলো পরীর আর্জেন্টিরার জন্য।’
সৌদি আরবের বিরুদ্ধে হেরে যাওয়ার পর তো পরীর দুঃখ ভোলাতে আর্জেন্টিনার জার্সিও গায়ে তুলেছিলেন রাজ। সেই ছবি প্রকাশও করেছিলেন নায়িকা।