বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

একই দিনে মাঠে নামছেন সাকিব-হৃদয় ও লিটন

প্রকাশ: ১ আগস্ট ২০২৩ | ৩:১৭ অপরাহ্ণ আপডেট: ১ আগস্ট ২০২৩ | ৩:১৭ অপরাহ্ণ
একই দিনে মাঠে নামছেন সাকিব-হৃদয় ও লিটন

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। সদ্য সমাপ্ত জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে খেলেছেন মুশফিক ও তাসকিন। এছাড়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলছেন লিটন ও সাকিব আল হাসান। যদিও লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিতে সাকিব এখন শ্রীলঙ্কায়। টাইগার এই অলরাউন্ডার ছাড়াও আরও ৩ বাংলাদেশি খেলছেন এলপিএলে।

সাকিব ও মোহাম্মদ মিঠুন গল টাইটান্সে; হৃদয় খেলছেন জাফনা কিংসের হয়ে, শরিফুল সুযোগ পেয়েছেন কলম্বো স্ট্রাইকার্সে। মিঠুন ও শরিফুল এখনো মাঠে নামার সুযোগ না পেলেও, নিজেদের প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স সাকিব ও হৃদয়ের।

আজ আবারও মাঠে নামছেন সাকিব ও হৃদয়রা। এছাড়া গ্লোবাল টি-টোয়েন্টিতে রাতে ম্যাচ রয়েছে লিটন দাসের। কানাডার লিগটিতে সারে জাগুয়ার্সের সহ-অধিনায়কও বাংলাদেশি এই উইকেটকিপার ব্যাটার।

প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নেমে ফিফটি হাঁকিয়েছেন তরুণ টাইগার ব্যাটার হৃদয়। এলপিএলের উদ্বোধনী ম্যাচে শরিফুলের কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের ম্যাচে ৩৯ বলে চার বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন হৃদয়।

এছাড়া গ্লোবাল টি-টোয়েন্টি ছেড়ে এলপিএলে খেলতে নেমেই অলরাউন্ড নৈপুণ্য দেখালেন সাকিব। সোমবার গল টাইটান্সের হয়ে প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৪ বলে ২৩ রান করার পর, বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

সম্পর্কিত পোস্ট