শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

উদ্যোক্তা তৈরিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১ | ৩:০২ অপরাহ্ণ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ | ৩:০২ অপরাহ্ণ
উদ্যোক্তা তৈরিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে বেসরকারি খাতেও উদ্যোক্তা তৈরি করার ব্যাপারে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পাশাপাশি বেসরকারী খাতেও উদ্যোক্তা তৈরী করা না হলে দেশের অর্থনীতি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়ায় না। মঙ্গলবার (২৬ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকার গঠনের পর থেকে বেসরকারি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। বেসরকারি খাতকে অনেক ক্ষেত্রে উন্মুক্ত করে দিয়েছি। বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, গ্যাস, বিমান, ব্যাংক, বীমা, শিল্প-কলকারখানাসহ সব ক্ষেত্র উন্মুক্ত করে দিয়েছি। কারণ সরকারের সঙ্গে সঙ্গে বেসরকারি খাতেও যদি উদ্যোক্তা তৈরি না হয়, তাহলে দেশের অর্থনীতি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়ায় না।

সম্পর্কিত পোস্ট