উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জাপানের ওপর দিয়ে। গত ১০ দিনে দেশটির পঞ্চম উৎক্ষেপণ। খবর আলজাজিরার।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, তারা একটি সন্দেহভাজন মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যেটি জাগাং প্রদেশের মুপিয়ং-রি এলাকা থেকে মঙ্গলবার সকাল ৭টা ২৩ মিনিটে (স্থানীয় সময়) নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি জাপানের ওপর দিয়ে পূর্ব দিকে গেছে।
সামরিক বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ং সম্ভবত তাদের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। ঘটনার পরে উত্তর জাপানের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির সরকার।
এ ছাড়াও উত্তর-পূর্ব হোক্কাইডো ও আওমোরি অঞ্চলে ট্রেন পরিষেবা সাময়িক স্থগিত করা হয়েছে।
জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি প্রায় চার হাজার কিলোমিটার (২,৪৮৫ মাইল) পাড়ি দিয়েছে।
এ ছাড়া ক্ষেপণাস্ত্রটি প্রায় ২২ মিনিট আকাশে ভেসে থেকে প্রশান্ত মহাসাগরে পড়ার আগে এক হাজার কিলোমিটার (৬২১ মাইল) উচ্চতায় পৌঁছেছিল।
চীন সীমান্তের কাছে উত্তর দিক থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।