ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক উইকেটকিপার ব্যাটার নিকোলাস পুরান। পুরান কাইরন পোলার্ডের স্থলাভিষিক্ত হয়েছে। এর আগে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই অধিনায়ক।
অধিনায়ক হিসেবে এটিই পুরানের জন্য নতুন কিছু নয়। এর আগে দলের সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন। পোলার্ডের অনুপস্থিতিতে গত বছরের জুলাইয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্বে দিয়েছিলেন পুরান। সিরিজটিতে ৪-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। সবমিলিয়ে ১০টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ক্যারিবিয়দের নেতৃত্ব দিয়েছেন পুরান। তার নেতৃত্বে ৮টি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডের মধ্যে দল জিতেছে ৪টিতে, হেরেছে ৬টি।
অধিনায়ক হওয়ার বিষয়টিকে ক্যারিয়ারের সবচেয়ে সেরা ঘটনা বলছেন পুরান। তিনি বলেন, ‘অধিনায়ক হওয়া আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে সেরা ঘটনা। আমি আমাদের ভক্ত এবং সমর্থকদের জন্য মাঠে দুর্দান্ত কিছু করতে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। ’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে টি-টোয়েন্টি দিয়ে অভিষেক হয় পুরানের। ক্যারিবিয় এই উইকেটরক্ষকের ওয়ানডে অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। দুই সংস্করণ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৯৪ ম্যাচে ৩ হাজার ৩০০ রান করেছেন তিনি।