রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মিরসরাই

ঈদ পুর্নমিলনী, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশ: ৪ মে ২০২২ | ৫:৫২ অপরাহ্ণ আপডেট: ৪ মে ২০২২ | ৬:১৯ অপরাহ্ণ
ঈদ পুর্নমিলনী, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মিরসরাই (ইউসাম) এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী, নবীণবরন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। বুধবার (৪ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধন করেন মাহমুদ এন্ড সবুজ কোম্পানির পার্টনার ও কেডিএস গ্রুপের সাবেক চীফ ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভ কামরুল হাসান এফসিএ।

অনুষ্ঠানে ৪০ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত মো. আব্দুল আজিজ, জান্নাতুর নুর, মো.শওকত হোসেন, ডা. জয়া চৌধুরী, মো. জিয়া উদ্দিন ও মোহাম্মদ আলী হাসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ২০১৯-২০ এবং ২০২০-২১ সেশনে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। ইউসামের সিনিয়র সহ সভাপতি সরওয়ার উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শওকত হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরজীবি বিভাগের সহযোগী অধ্যাপক তিলক চন্দ্র নাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর কবির ভ‚ঁইয়া, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানাসহ ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মিরসরাই (ইউসাম’র) সকল সদস্যবৃন্দ।

প্রসঙ্গত : শিক্ষা, ঐক্য ও ভ্রাতৃত্ব বুকে ধারণ করে ২০১৫ সালের ১৯ জুলাই মিরসরাই উপজেলায় প্রতিষ্ঠা হয় ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মিরসরাই (ইউসাম)। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে সারাদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক মিরসরাইয়ের শিক্ষার্থীদের সহযোগিতা সহ উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে সার্বিক সহযোগিতা করে আসছে।

সম্পর্কিত পোস্ট