
আগামী সপ্তাহে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের আগে আজই শেষ কর্মদিবস। এরপর টানা ছয় দিনের ছুটি। তাই ঈদের আগে প্রয়োজনীয় টাকা উঠিয়ে রাখছেন গ্রাহক। ফলে ব্যাংকগুলোতে টাকা তোলার হিড়িক লেগেছে। উত্তোলনের চাপে গ্রাহকদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলা ও পল্টনসহ বিভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলো ঘুরে দেখা গেছে এমন চিত্র।
সকাল থেকেই ব্যাংকগুলোর ক্যাশ ও জমা কাউন্টারের সামনে লম্বা লাইন। পাশাপাশি বিভিন্ন চালানপত্র, ডিপোজিট, সঞ্চয়পত্রসহ বিভিন্ন সেবার বিল জমা দেওয়ার লাইনও লক্ষ্য করা গেছে। এদিকে অতিরিক্ত গ্রাহকের উপস্থিতির কারণে ব্যাংকের ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের বেশ চাপ সামলাতে হচ্ছে।
বেসরকারি এক্সিম ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজহার উদ্দিন জানান, আজ সকাল থেকেই গ্রাহকের অনেক চাপ। মানুষ বাড়ি যাবে তাই আগে থেকেই টাকা তুলে রাখছে। গ্রাহকদের ছোট ছোট অংকের উত্তোলন বেশি।
তিনি জানান, পোশাক কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমাদের এই শাখা আগামীকাল (শুক্রবার) ও শনিবার বন্ধের দিন লেনদেন হবে। দুই দিন প্রাতিষ্ঠানিক লেনদেনগুলো বেশি হবে বলে মনে করছেন তিনি।
মতিঝিলে সোনালী ব্যাংকের লোকাল অফিসের জেনারেল ম্যানেজার মো. রেজাউল কারিম বলেন, ঈদের আগে আজ শেষ দিন চাপ আছে। সকাল থেকে গ্রাহকের অনেক ভিড়। জমার চেয়ে উত্তোলনের পরিমাণ বেশি। শুধু আজ শেষ দিন নয়, গত এক সপ্তাহ ধরেই গ্রাহকের চাপ বেশি। বাড়তি চাপ সামলাতে কর্মীরা হিমশিম খাচ্ছে।