সাম্প্রতিক সহিংসতার ঘটনা মাথায় রেখে এবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থাকছে বিশেষ নজরদারি। আর দেশের যেসব স্থানে দিবসটি ঘিরে কোনো আয়োজন থাকছে, সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি সাদা পোশাকে তৎপর থাকবেন গোয়েন্দার পুলিশ। শুধু ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন থাকবে প্রায় এক হাজার পুলিশ সদস্য। অনলাইনেও বাড়ানো হবে গোয়েন্দা নজরদারী। এমন তথ্য জানালেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার ফারুক হোসেন
পুলিশ-র্যাব সূত্র জানায়, অতীতে যারা গুজব, বিভ্রান্তি বা উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে, তাদের ওপর এবার তীক্ষ নজর রাখা হয়েছে। অনেক সময় পেছন থেকে কিছু ব্যক্তি ইন্ধন দিয়ে ও অর্থসহায়তা করে এসব ঘটনায় জড়িতদের উৎসাহ দিয়ে থাকে। ফলে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। আর এসব ঘটনা পুঁজি করে নানা উদ্দেশ্য হাসিলের চেষ্টা চালায় ষড়যন্ত্রকারীরা। এ কারণে এবার সেই ইন্ধনদাতাদেরও বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে।
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১ | ১০:৩৩ অপরাহ্ণ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ | ১০:৩৩ অপরাহ্ণ