শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ঈদের পরই শুরু হচ্ছে ইজিপ্ট এয়ারের ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২ | ৩:৪৬ অপরাহ্ণ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ | ৩:৪৬ অপরাহ্ণ
ঈদের পরই শুরু হচ্ছে ইজিপ্ট এয়ারের ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট

মিশর প্রবাসীদের জন্য খুশির সংবাদ। ঈদুল ফিতরের পরেই শুরু হতে পারে ইজিপ্ট এয়ারের ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট।

মিশরের কায়রোতে বিখ্যাত হোটেল শেরাটনে বৃহস্পতিবার রাতে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন ইজিপ্ট এয়ারের বাংলাদেশের সিইও এবং বাংলাদেশ আলোএভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আলী শামি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিশর পর্যটন বিভাগের উপমন্ত্রী গাদা আল শাহালবী।

অনুষ্ঠানে মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজিপ্ট এয়ারের প্রতিনিধি ওসামা হেদা, প্রবাসী কমিউনিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মিশরের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও শীর্ষস্থায়ী ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে সাঈদ আল শামী তার বক্তব্যে শুরুতে ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের এই ঐতিহাসিক দিনটিতে আপনাদের আনন্দের সংবাদ দিতে সত্যিই আমরা গর্বিত যে, মিশর প্রবাসীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে। আমরা চাই মিশরের সঙ্গে আমাদের সম্পর্ক আরো গভীর হোক। তাছাড়া আমি ও আমার কোম্পানি সবসময় দেশের জন্য কিছু করার চেষ্টা করি। কীভাবে দেশের পর্যটন ও এভিয়েশন খাতকে এগিয়ে নেয়া যায়, তারই অংশ হিসেবে আজকে আমরা ঢাকা টু কায়রো সরাসরি ফ্লাইট পরিচালনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছি। ঈদুল ফিতরের পরই আমরা ফ্লাইট পরিচালনা করতে পারব বলে আশা করছি।’

রাষ্ট্রদূত মনিরুল ইসলাম জানান, প্রবাসীদের দীর্ঘদিনের লালিত একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এজন্য সত্যি অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। এর মাধ্যমে মিশর-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক আরো একধাপ এগিয়ে গেল। বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে বিদেশি পর্যটকদের আরও আকৃষ্ট হবেন। এর মাধ্যমে সময় ও অর্থ দুটোই বাঁচবে।’

সম্পর্কিত পোস্ট