প্রকাশ: ৯ মে ২০২২ | ৪:২০ অপরাহ্ণ আপডেট: ৯ মে ২০২২ | ৪:২০ অপরাহ্ণ

শেষ হলো ঈদের ছুটি। এবারের ঈদের ছুটিতে পর্যটক মুখোর ছিল সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে দুবাইয়ের নান্দনিক স্থাপনা, দর্শনীয় স্থানগুলোতে ছিল বিভিন্ন দেশের পর্যটকদের উপচে পড়া ভিড়। ঈদের ছুটির প্রতিদিনই দুবাই মল ও বুর্জ খলিফায় পর্যটকের ঢল নামে। কর্মব্যস্ততার ফাঁকে সময় কাটাতে এসব জায়গায় ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরাও।
জ্বলমলে আলোয় দুবাই ফাউন্টেন আর অ্যাকুরিয়াম ঘিরে হাজার হাজার মানুষের পদচারণা। বিভিন্ন দেশের নাগরিকদের মত ছুটি কাটাতে দুবাই আসা বাংলাদেশিরাও এসেছেন এখানে। দুবাইয়ের ছোট-বড় দালান, উন্নয়ন আর বিভিন্ন স্থাপনা নির্মাণের প্রশংসায় বিভোর তারা।
পর্যটকদের সঙ্গে তালমিলিয়ে বছরের দুটো ঈদের লম্বা ছুটিতে ঘর ছেড়ে মুক্ত বাতাসের ঘ্রাণ নেন প্রবাসীরা। এরপর শুরু হয় আবারও কর্মব্যস্ত সময়