শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন মালদ্বীপে

প্রকাশ: ৭ মার্চ ২০২২ | ৩:০১ অপরাহ্ণ আপডেট: ৭ মার্চ ২০২২ | ৩:০১ অপরাহ্ণ
ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন মালদ্বীপে

বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে মালদ্বীপে। রোববার (৬ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (সুরক্ষা ও সেবা বিভাগ) শাহানারা খাতুন।

বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. সোহেল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প উপ-প্রকল্প পরিচালক (পিএসসি) লে. কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। মালদ্বীপে বসবাসরত গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশি কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (সুরক্ষা ও সেবা বিভাগ) শাহানারা খাতুন তার বক্তব্যে বলেন, ই-পাসপোর্টকে ডিজিটাল বাংলাদেশের একটি অন্যতম মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এছাড়া তিনি বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উপর বিশদ আলোচনা করেন।

বিশেষ অতিথি তার বক্তব্যে ১৯৭৩ সালে হাতে লেখা পাসপোর্ট থেকে ই-পাসপোর্টে উত্তরণের বিভিন্ন পর্যায় তুলে ধরেন। এছাড়াও ই-পাসপোর্টের বিভিন্ন নিয়মকানুন ও সুবিধার উপর আলোকপাত করেন।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত হাইকমিশনার বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলকে মালদ্বীপে ই-পাসপোর্ট চালুর এই মহতি উদ্যোগের জন্য সাধুবাদ জানান এবং প্রবাসী কর্মীদের ই-পাসপোর্ট সেবা গ্রহণের আহবান জানান। অনুষ্ঠান শেষে প্রাথমিক পর্যায়ে ই-পাসপোর্ট আবেদনকারীদের আনুষ্ঠানিকভাবে ডেলিভারি স্লিপ হস্তান্তর করা হয়।

মালদ্বীপে ই-পাসপোর্ট কার্যক্রম চালুর লক্ষ্যে শাহানারা খাতুনের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল গত ১ মার্চ মালদ্বীপ যায়।
সংলাপ ০৭/০৩/০০৪ আজিজ

সম্পর্কিত পোস্ট