শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

ইসরায়েলি নারীর মৃত্যুদণ্ড সংযুক্ত আরব আমিরাতে

প্রকাশ: ৬ এপ্রিল ২০২২ | ৩:২৬ অপরাহ্ণ আপডেট: ৬ এপ্রিল ২০২২ | ৩:২৬ অপরাহ্ণ
ইসরায়েলি নারীর মৃত্যুদণ্ড সংযুক্ত আরব আমিরাতে

ইসরায়েলি এক নারীকে মাদক মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি আদালত। ৫০০ গ্রাম কোকেন রাখার অপরাধে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়েছে ওই নারীর নাম ফিদা কিওয়ান। বয়স ৪৩ বছর। রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে, বিষয়টি আমাদের নজরে আছে। কনস্যুলার সার্ভিস এবং আমিরাতে আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা এটার দেখভাল করছি।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির উত্তরাঞ্চলে তার একটি স্টুডিও আছে। বছরখানেক আগে দুবাই গিয়েছিলেন তিনি। দুবাই পৌঁছানোর পরের সপ্তাহেই তার অ্যাপার্টমেন্টে কোকোন পাওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে কিওয়ানের দাবি কোকেনগলো তার নয়।

সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুদণ্ড খুব একটা কার্যকর করা হয় না। আমিরাতের আইনের বিষয়ে বিশেষজ্ঞ ইসরায়েলি আইনজীবী জিভ অগমন বলছেন, আমার মনে হয় আমিরাতের আদালত দণ্ড মওকুফ করবে। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলে মধ্যে প্রত্যাবাসনে আনুষ্ঠানিক কোনো চুক্তি নেই বলেও জানান তিনি।

২০২০ সালের স্বাক্ষরিত চুক্তির পর ইসরায়েল ও আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে বহু ইসরায়েলি আমিরাত সফর করছেন। এদের সবাই যে পর্যটক বা ব্যবসায়ী তা নয়।

অগমন বলছেন, ইসরায়েলিদের বুঝতে হবে যে দুবাইয়ে মাদক মামলা খুবই গুরুত্ব সহকারে দেখা হয়।
সিএনএন।

সংলাপ-০৬/০৪/০০৪/আ/আ

সম্পর্কিত পোস্ট