
ফিলিস্তিনের তিন বছরের এক শিশু মারা গেছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হওয়ার কয়েকে দিন পর সোমবার (৫ জুন ) শিশুটি মারা যায়। শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয়।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদামাধ্যম সিএনএন।
বলা হয়েছে, মুহাম্মদ হাইথাম আল- তামিমি নামের ওই শিশুটিকে বাঁচানোর প্রাণান্তকর চেষ্টা চালানো হয়। এজন্য তাকে হেলিকপ্টারযোগে ইসরায়েলের হাসপাতালেও নেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন।
এর আগে বৃহস্পতিবার রাতে পশ্চিম তীরের জেরুজালেমের উত্তরের নেভেহ তজুফের ইসরায়েলি বসতির কাছে তামিমিকে গুলি করা হয়।
শিশুটির বাবা হাইথাম তামিমি বলেছেন, তিনি যখন ছেলেকে সঙ্গ নিয়ে তার ভাইয়ের বাসায় যাচ্ছিলেন, তখন তাকে এবং মুহাম্মদকে গুলি করা হয়।
তিনি সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমি গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই গুলির শব্দ শুনতে পাই। তখনই সামরিক টাওয়ার থেকে আমি ইসরায়েলি সেনাদের বের হয়ে যেতে দেখি।
আমি মুহাম্মদের দিকে তাকালাম এবং যা দেখলাম , তা বিশ্বাস করতে পারলাম না। তার মাথায় গুলি লেগেছিল এবং সারা শরীর রক্তে ভেসে যাচ্ছিল। আমি তাকে আমার বাহুতে নিলাম এবং তারপর বুঝতে পারলাম যে আমার ডান কাঁধেও গুলি লেগেছে।
পরে গ্রামের লোকজন দ্রুত এসে আমাদেরকে তাদের গাড়ি তোলে। এ সময় ইসরায়েলি অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টার এসে মুহাম্মদকে ইসারয়েলি হাসপাতালে নিয়ে যায়।’
এ ঘটনার পর ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলেছে যে, তোদের সেনারা নেভেহ তজুফের বন্দুকধারীদের গুলি করার সময় পাল্টা গুলি চালাতে গেলে , তখন দুই ফিলিস্তিনি, একটি ৩ বছর বয়সী শিশু এবং একজন পুরুষকে আঘাত করে।