সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ | ৬:৫৭ অপরাহ্ণ আপডেট: ২৫ জুলাই ২০২৩ | ৬:৫৭ অপরাহ্ণ
ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিচয় জানা যায়নি।

ইসরায়েলি বাহিনী বলছে, ‘অস্ত্রধারী তিন সন্ত্রাসী’ সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে তিনটি এম-১৬ রাইফেল, বন্দুক, কার্তুজ ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাওয়া যায়।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর কোনো সদস্য আহত হননি।

ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত বেড়েই চলেছে। বিশেষ করে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে এই সংঘাত বাড়ছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতে চলতি বছর ২০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া প্রাণ হারিয়েছেন ২৭ জন ইসরায়েলি, এক ইউক্রেনীয় ও এক ইতালিয়ান নাগরিক।

সম্পর্কিত পোস্ট