বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আমার বিরুদ্ধে ইসকন ষড়যন্ত্র শুরু করেছে। দলের মধ্য ঘাপটি মেরে থাকা ইসকনের এজেন্টরা দলের চেয়ারপার্সনসহ নীতি নির্ধারকদের ভুল বুঝাচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে আরব আমিরাতের দুবাইতে তার নিজস্ব বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গিয়াসউদ্দিন কাদের বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে পানি ঘোলা করার যারা চেষ্টা করছে তারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর মনে করি।
তিনি বলেন, কিছু ইসকনের এজেন্ট দলের নীতিনির্ধারকদের ভুল বুঝাচ্ছেন। ফলে আমার বিরুদ্ধে কিছু ব্যাখ্যা চেয়ে দলের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছে। এতে আমি বিচলিত নই। আমি মনে করি ষড়যন্ত্রকারীরা কখনো সফল হবে না।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শ হৃদয়ে ধারণ করে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে দলের সাথে আমি দুঃসময়েও ছিলাম আছি থাকবো।
এ সময় তিনি তিনি ৭ নভেম্বর দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত নোটিশের জবাদ দিয়ে অভিযোগের বিষয়ে ব্যাখা দিয়েছেন বলেও উল্লেখ করেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, বিগত ১৭ বছর ফয়াসিবাদের শাসন আমলে আমার অনেক কিছু বিসর্জন দিয়েছে। বড় ভাইকে হারিয়েছি নির্মমভাবে। নির্যাতনের শিকার হয়েছি প্রতিনিয়ত। ধন সম্পদ কেড়ে নেওয়া হয়েছে।নির্যাতন থেকে মুক্তি পেতে বিদেশে আশ্রয় নিয়েছি। এরপরও বর্তমান সময়ে ইসকন ও আওয়ামী প্রেতাত্মারা আমার পিছনে লেগে আছে। দলের নীতি নির্ধারণকারী নেতাদের আমার বিরুদ্ধে ভুল বুঝানো হচ্ছে। আমি বিশ্বাস করি এ ষড়যন্ত্রের জবাব অবশ্যই দলের পক্ষ থেকে আসবে।
তিনি আরও বলেন, আমি বর্তমানে চিকিৎসা নিতে আমিরাতে অবস্থান করছি। অচিরেই দেশে ফিরব। দেশে ফিরে সকল গনমাধ্যমকর্মীদের সামনে সকল অভিযোগের বিষয়ে ব্যাখা প্রদান করবো।