গাড়ি ভাঙচুরের অভিযোগে মতিঝিল থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি তাকে কারাগারে পাঠানোর আদেশও দিয়েছেন।
বুধবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশের পক্ষ থেকে ইশরাককে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অন্যদিকে তার পক্ষে মাসুদ আহম্মেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন।
স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান ইশরাকের জামিনের বিরোধিতা করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সকালে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে যান ইশরাক হোসেন। লিফলেট বিতরণের সময় মতিঝিল থানা পুলিশ তাকে আটক করে।
২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুরের মামলাটি দায়ের করে পুলিশ। মামলার এজাহারে ৪২ আসামির কথা উল্লেখ রয়েছে।