প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২ | ৮:২৪ অপরাহ্ণ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ | ৮:২৪ অপরাহ্ণ
বিএনপি’র নিখোঁজ নেতা সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে আলোচনা সভা করেছে কাতারস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী দল। পরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
কাতার বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও আহমেদ নবী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি মধ্যপ্রাচ্যের সদস্য সচিব শরিফুল হক সাজু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাতার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ কাতারে অবস্থিত বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ। গুম করে রাখা সকল নেতাকর্মীদের সন্ধান ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।