শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ইরানে বন্যায় ২১ জনের মৃত্যু

প্রকাশ: ২৩ জুলাই ২০২২ | ৮:২৬ অপরাহ্ণ আপডেট: ২৩ জুলাই ২০২২ | ৮:২৬ অপরাহ্ণ
ইরানে বন্যায় ২১ জনের মৃত্যু

ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে কমপক্ষে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও তিনজন নিখোঁজ রয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

শনিবার রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা বন্যায় মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন। তারা জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী শিরাজ থেকে ১৭৪ কিলোমিটার পূর্বের ইস্তাহবান শহরে জরুরি বিভাগের ১৫০ কর্মী সেখানে কাজ করছেন। ইস্তাহবানের মেয়র ইউসেফ কারগারের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শুক্রবার ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি গাড়ি পানিতে আটকে পড়েছে। সেখান থেকে শিশুদের উদ্ধারের চেষ্টা করছেন তাদের মা-বাবা। ফার্স প্রদেশে সংকট ব্যবস্থা বিভাগের প্রধান খলিল আবদুল্লাহি রয়টার্সকে জানিয়েছেন, বন্যাকবলিত এলাকা থেকে কমপক্ষে ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট