মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে পর্তুগালের রাজধানী লিসবনে স্থানীয় লিকা ল্যাঙ্গুয়েজ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
প্রবাসী শিশুদের মাঝে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে রোববার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মোট ৩৬ প্রতিযোগী অংশ নেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরসিআইপিটির সভাপতি নাঈম মোহাম্মদ শহিদুল্লাহ। তিনি বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সৎ এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে এবং এটা তখনই সম্ভব যখন তারা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে ভালোভাবে জানতে পারবে।
সংগঠনের সংগঠক রাজিব আল মামুন বলেন, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসী বাংলাদেশি শিশুদের মাঝে বাংলাদেশ ও স্বাধীনতার ইতিহাস এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য তুলে ধরা।
এ আয়োজনের জন্য সংগঠনের পক্ষ থেকে শিল্পী সোহাইল আহমদ, লিকা ল্যাঙ্গুয়েজ স্কুলের প্রতিনিধি হেলাল উদ্দিন হেলাল, আহমদ রুবেল , আসাদুজ্জামান, রাজু আহসানকে ধন্যবাদ জানানো হয়।
সংলাপ-২১/০৩/০০৪/আ/আ