বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

ইভ্যালির রাসেল স্ত্রীসহ গ্রেপ্তার

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ১২:৫১ পূর্বাহ্ণ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ১২:৫১ পূর্বাহ্ণ
ইভ্যালির রাসেল স্ত্রীসহ গ্রেপ্তার

ই-কমার্স ব্যবসার নামে গ্রাহকের অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাসেল ও তার স্ত্রীকে মোহাম্মদপুরের বাসায় অভিযান শেষে গ্রেফতার করা হয়।

এসময় ইভ্যালির গ্রাহকরা সেখানে ভিড় করেন। তাদের গ্রেফতারের পর নিজেদের পাওনা নিয়ে হতাশায় পড়েছেন গ্রাহকরা। এখন তাদের পাওনা টাকা কে দেবেন, এমন প্রশ্ন গ্রাহকদের মনে।

গ্রাহকরা সংশয় প্রকাশ করে জানান, রাসেলকে গ্রেফতার করা হলে আামরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবো। সে জেলে থাকলে গ্রাহকের অর্থ অনিশ্চয়তায়, কে ফেরত দিবে অর্থ। রাসেলকে সময় দিয়ে সরকার অর্থ আদায় না করলে সে গ্রাহকের অর্থ ফেরত দিবে না। অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় যে সকল ই-কমার্স প্রতিষ্ঠানের কর্ণধারদের গ্রেফতার করা হয়েছে, সেসব প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত গ্রাহকের কেউই তাদের বিনিয়োগ করা অর্থ ফেরত পাননি।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সজাগ দেখা গেছে ইভ্যালির গ্রাহকদের।

সম্পর্কিত পোস্ট