বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ইপিবিএ ফ্রান্স শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২ | ৫:০২ অপরাহ্ণ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ | ৫:০২ অপরাহ্ণ
ইপিবিএ ফ্রান্স শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইপিবিএ ফ্রান্স শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্যাথসীমায় স্হানীয় একটি রেস্টুরেন্টে ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি আশরাফুল ইসলাম , মামুন মিয়া , সহসাধারণ সম্পাদক মোতালেব খান , দপ্তর সম্পাদক আবু তাহির , সহ কোষাধক্ষ্য অজয় দাস , প্রচার সম্পাদক এনায়েত হোসেন সোহেল , সমাজসেবা সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী, ইপিবিএ ফ্রান্স শাখার সহ সাধারণ সম্পাদক মনোয়ার হোসেইন মুজাহিদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান ,বাবু ভূঁইয়া , মাহবুব আহমদ প্রমুখ।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি নুরুল আবেদীন , ফ্রান্স আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাহীন আরমান চৌধুরী , ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা কামাল আহমদ, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুন। অনুষ্টানে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংঘঠনের নেতৃবৃন্দ সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মুহূর্তে দেশ,জাতি ও মুসলিম উন্মাহের সুখ-শান্তি সুনাম ও সমৃদ্বি কামনা করে বিশেষ মুনাজাত করা হয় ।

সম্পর্কিত পোস্ট