শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ১

প্রকাশ: ১ অক্টোবর ২০২২ | ১:২৮ অপরাহ্ণ আপডেট: ১ অক্টোবর ২০২২ | ১:২৮ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ১

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে একজনের প্রাণহানির ৯ জনন আহত হওয়ার খবর পাওয়া গেছে এখন পর্যন্ত। দেশটির ভূত্বাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় শনিবার ভূমিকম্প অনুভূত হয় গোটা দ্বীপ এলাকায়।

শক্তিশালী ভূমিকম্পের পর কয়েক দফা আফটারশক অনুভূত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি বাড়ি। ভূমিধসের ঘটনাও ঘটেছে।

তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চলছে উদ্ধার অভিযান।

প্রতিবেদনে বলা হয়, ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে বরাবরই ভূমিকম্পপ্রবণ ইন্দোনেশিয়া। প্রায়ই অনুভূত হয় ভূমিকম্প।

গত ফেব্রুয়ারিতে সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৫ জন নিহত হন।

২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয় সুমাত্রায়। সুনামির আঘাতে ইন্দোনেশিয়া ছাড়াও, প্রতিবেশী ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের মোট ২ লাখ ২৬ হাজার মানুষ প্রাণ যায়।

সম্পর্কিত পোস্ট