শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

ইতালি আ’লীগ নেতা মিন্টুর মায়ের মৃত্যুতে শোক

প্রকাশ: ২১ মার্চ ২০২২ | ৪:৩৭ অপরাহ্ণ আপডেট: ২১ মার্চ ২০২২ | ৪:৩৭ অপরাহ্ণ
ইতালি আ’লীগ নেতা মিন্টুর মায়ের মৃত্যুতে শোক

ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এম রব মিন্টুর মা আঞ্জুমান নেসা (৯০) মারা গেছেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলায়হে রাজিউন)। মধ্য গাছুয়া নিবাসী শামসুল আলম সরদারের স্ত্রী তিনি।

শনিবার (১৯ মার্চ) ভোর ৫টায় নিজ বাসভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমার মৃত্যুতে ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও শোক জানিয়েছেন বরিশাল বিভাগ সমিতি, ইতালি জাসদের সভাপতি অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিস ও সাধারণ সম্পাদক মাহাবুর রহমান ভুট্টো এবং সামাজিক, আঞ্চলিক, ব্যবসায়িক সংগঠনের নেতৃস্থানীয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা শনিবার দেশের বাড়ি বরিশাল জেলার মুলাদীতে সম্পন্ন হয়েছে।

সংলাপ-২১/০৩/০০৮/আ/আ

সম্পর্কিত পোস্ট