![ইতালির পালেরমোতে ঈদে মিলাদুন্নবী উদযাপন](https://somoyersonglap.ae/wp-content/uploads/2022/10/1-155.jpg)
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করেছে আনজুমানে আল ইসলাহ পালেরমো ইতালি শাখা। রোববার শাহজালাল জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়।
দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশু-কিশোরদের ইসলামি শিক্ষা বিকাশের লক্ষ্যে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা। শিশু-কিশোরদের অভিভাবকের উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দ্বিতীয় পর্বে পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইতালির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা বজলুল হক, সাধারণ সম্পাদক হাফেজ শেখ মোহাম্মদ কামরুল রশিদ, হাফেজ মোহাম্মদ সাইফুর রহমান সজীব সাংগঠনিক সম্পাদক আল ইসলাহ ইতালি। এছাড়াও স্থানীয় কমিউনিটির অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।