সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

ইতালিতে বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

প্রকাশ: ১০ মে ২০২২ | ৫:০৩ অপরাহ্ণ আপডেট: ১০ মে ২০২২ | ৫:০৩ অপরাহ্ণ
ইতালিতে বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

পালেরমো পিয়াচ্ছা নসে বাংলা স্কুলের উদ্যোগে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। রোম দূতাবাসের সহায়তায় রোববার (৮ মে) বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়েছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য। সেই লক্ষ্যে প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা শিক্ষা, বাংলা সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাসকে জানানোর জন্য এই বই বিতরণের আয়োজন করা হয়েছে।

তারা আরও বলেন, প্রবাসের মাটিতে আমাদের প্রজন্মকে দেশের জন্য যোগ্য দায়িত্বশীল শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে কামরুল আহসানের সভাপতিত্বে ও নাজমুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পালেরমো আওয়ামী লীগ সভাপতি সেকান্দর মিয়া, সিনিয়র সহ-সভাপতি জাহিদ আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, রুহুল আমীন আলম, ইতালি বিএনপির সদস্য খোরশেদ আলম, পালেরমো বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম শিপু, উপদেষ্টা সানি ভূইয়া নাজমুল হুদা তুহিন, স্কুলের শিক্ষিকা নাছিমা আক্তার, শিউলি আক্তার, আক্তারুজ্জামান সেন্টু, মোশাররফ হোসেন, খায়রুল ইসলাম ও শেখ আলমগীর।

সম্পর্কিত পোস্ট