রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

ইতালিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

প্রকাশ: ১০ মার্চ ২০২২ | ১২:২৮ অপরাহ্ণ আপডেট: ১০ মার্চ ২০২২ | ১২:২৮ অপরাহ্ণ
ইতালিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. জসীম উদ্দিন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল ৫টার দিকে দূতাবাসের সভাকক্ষে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণটি দেখানো হয়। ঐতিহাসিক এই দিনের প্রেক্ষাপট ও তাৎপর্য শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মুহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় চার্জ দ্য অ্যাফেয়ার্স তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্পর্কে তিনি বলেন, এ ভাষণ শুধুমাত্র বাঙালি জাতিকেই স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেনি, সারা বিশ্বের নিপীড়িত-নির্যাতিত স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে এবং ভবিষ্যতেও মানুষকে প্রেরণা যোগাবে।

সংলাপ-০৩/১০/০০২/আ/আ

সম্পর্কিত পোস্ট