শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

ইকবালের আরো ৩ দিনের রিমান্ড

প্রকাশ: ৩ নভেম্বর ২০২১ | ৮:২৩ অপরাহ্ণ আপডেট: ৩ নভেম্বর ২০২১ | ৮:২৬ অপরাহ্ণ
ইকবালের আরো ৩ দিনের রিমান্ড

পুলিশের করা ধর্ম অবমাননার মামলায় ইকবালসহ চার আসামিকে কুমিল্লা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সিআইডি। আজ দুপুরে তৃতীয় দফায় পাঁচদিনের রিমান্ড আবেদন করে সিআইডি। আবেদনের প্রেক্ষিতে আদালত তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। কুমিল্লা ১ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ আদেশ দেন।

সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মুহাম্মদ বলেন, আমরা এ রিমান্ডে সন্তুষ্ট নই। তাই রিভিউ করেছি। রিমান্ড আরও বাড়বে। তাছাড়া তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে। অন্য আসামিরা হলেন ইকরাম, হুমায়ুন ও ফয়সাল।

সম্পর্কিত পোস্ট