রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

ইউক্রেনে শান্তি চেয়ে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের র‌্যালি

প্রকাশ: ৫ মার্চ ২০২২ | ৮:১৭ অপরাহ্ণ আপডেট: ৫ মার্চ ২০২২ | ৮:১৭ অপরাহ্ণ
ইউক্রেনে শান্তি চেয়ে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের র‌্যালি

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি আমেরিকানরা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব বিবেকের আন্তরিকতাপূর্ণ পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে র‌্যালি করেছে। শুক্রবার (৪ মার্চ) ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট’ নামক একটি সংস্থার ব্যানারে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত র‌্যালিতে অংশগ্রহণকারীরা রাশিয়ার আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনে অসহায় নারী-শিশুদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান।

অনেকের হাতে ছিল পোস্টার-প্লেকার্ড। সংস্থাটির প্রেসিডেন্ট শাহ শহিদুল হক এ সময় বলেন, আমরা শান্তি চাই। শান্তি ব্যাহত হবার মত কোনো আচরণকে কখনোই সমর্থন দিতে পারি না। জাতিসংঘ এবং মার্কিন কংগ্রেস ইউক্রেনের অসহায় মানুষদের রক্ষায় দ্রুত সময়ে যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করছি।

গ্রীণ টাচ ইউএসএ’র সিইও ভিক্টর ইলাহি বলেন, আমরা কোনো ধরনের দ্বন্দ্ব-সংঘাতে বিশ্বাসী নই। আশা করছি আলাপ-আলোচনার মধ্য দিয়েই এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন আব্দুস সোবহান, মীর মশিউর রহমান, নাজমুল আলম শ্যামল, আগা সালেহ প্রমুখ।

উল্লেখ্য, ইউক্রেইনে রাশিয়ার হামলার পর জাতিসংঘের সামনে প্রতিদিনই বিভিন্ন মানবাধিকার সংগঠনের র‌্যালি হচ্ছে। সকলেই দাবি জানাচ্ছেন যুদ্ধ বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে। তবে তা যেন তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ না নেয় সে আহ্বানও উচ্চারিত হচ্ছে এসব র‌্যালি থেকে।

সংলাপ ০৫/০৩/০০৮ আজিজ

সম্পর্কিত পোস্ট