মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ৬:৫৮ অপরাহ্ণ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ৮:০৭ অপরাহ্ণ
ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ

ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। জাহাজটিতে ২৯ জন নাবিক রয়েছেন। তারা সবাই বাংলাদেশি। জাহাজটি বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আছে বলে জানা গেছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান রোববার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি অলিভিয়া বন্দরে নোঙর করা আছে। যুদ্ধ শুরু হওয়ার আগে জাহাজটি জেটিতে অবস্থান করছিল। পরে জেটি থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়।

পরিস্থিতি বিবেচনায় এখন জাহাজটিকে আগের অবস্থানে থাকতে বলা হয়েছে। জাহাজটিতে মোট ২৯ জন নাবিক রয়েছেন। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তারা সবাই নিরাপদে আছেন।’

সংলাপ ২৭/০২/০৯ আজিজ

সম্পর্কিত পোস্ট