পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে ২৫ দিরহাম। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স এবং দাতব্য কার্যক্রম বিভাগ এক বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
তথ্য মতে, আমিরাতে বসবাসরত প্রত্যেক মুসলিমকে ২৫ দিরহাম ফিতরা গরিবদের মধ্যে বিতরণ করতে হবে। যা বাংলাদেশী মুদ্রায় ৬০০ টাকার মতো। চাইলে বৈধ উপায়ে প্রেরিত রেমিট্যান্স থেকে সমপরিমাণ অর্থ বাংলাদেশের কাউকে দিয়ে ফিতরা আদায় করা যাবে। তবে এই ফিতরা ঈদুল ফিতরের নামাজের আগেই দিতে হবে বলে জানানো হয় বিবৃতিতে।
ঈদুল ফিতরের ফিতরা প্রত্যেক ব্যক্তির ওপর ওয়াজিব। এমন কী ঈদের দিন সূর্য উদয়ের আগে ভূমিষ্ঠ শিশুর জন্যও ফিতরা আদায় করতে হয়। এ ফিতরা ঈদের নামাজের আগেই আদায় করা উচিত। কেননা গরিব রোজাদার যেন ফিতরার অর্থ দিয়ে ঈদের খুশিতে অংশগ্রহণ করতে পারে। ফিতরা দেয়া কারও ওপর কোনো প্রকার অনুগ্রহ নয়। এটা আমাদের জন্য ইবাদতের অংশ।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে ২ এপ্রিল থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। সেক্ষেত্রে ৩০টি রোজা হলে ঈদ হবে ২ মে। প্রবাসীদের জন্য অবস্থানরত দেশের ঈদের দিন নামাজের আগে ফিতরা প্রদান করতে হবে। নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি দেয়া যাবে। তবে কম নয়।