শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১

রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ইইউতে বাণিজ্য সুবিধা বহাল রাখার আহ্বান

প্রকাশ: ৭ অক্টোবর ২০২১ | ১:০৭ পূর্বাহ্ণ আপডেট: ৭ অক্টোবর ২০২১ | ১:০৭ পূর্বাহ্ণ
ইইউতে বাণিজ্য সুবিধা বহাল রাখার আহ্বান

বাংলাদেশকে দেয়া বাণিজ্য বিষয়ক অগ্রাধিকার সুবিধাসমূহ অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।ঢাকায় নবনিযুক্ত ইইউ সমন্বয়ক রাষ্ট্রদূত এইচ ই চার্লস হোয়াইটলি মঙ্গলবার বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপ্রধান এ আহ্বান জানান। খবর মানবজমিনের।

রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে বলেন, গোটা ইউরোপীয় ইউনিয়ন সমন্বিতভাবে বাংলাদেশের রপ্তানি পণ্যের সর্ববৃহৎ গন্তব্য। এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগের অন্যতম প্রধান উৎস ইউরোপ।

এ সময় তিনি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শ্রেণিতে উত্তরণের পরও অগ্রাধিকার ভিত্তিতে বাণিজ্য সুবিধা প্রদান অব্যাহত রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সি জালালউদ্দিন গণমাধ্যমকে বলেন, বিগত দিনে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যেকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তারা বাংলাদেশের উন্নয়নের অন্যতম আস্থাশীল অংশীদারে পরিণত হয়েছে। তিনি আশা করেন, বাংলাদেশের সঙ্গে তাদের এ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি রোহিঙ্গাদের নিজ দেশে স্বতঃস্ফূর্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের লক্ষ্যে মিয়ানমারকে অব্যাহত চাপ প্রদানের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সমপ্রতি সংঘটিত সন্ত্রাসী ঘটনা তাদের বিষয়ে সবচেয়ে সুন্দর সমাধানের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট