শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ইংল্যান্ডের পতন, হারল জার্মানিও

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ৬:০৭ অপরাহ্ণ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ৬:০৭ অপরাহ্ণ
ইংল্যান্ডের পতন, হারল জার্মানিও

ইতালির কাছে হেরে উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় স্তরে নেমে গেল ইংল্যান্ড। এদিকে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছে হাঙ্গেরি।

সানসিরোয় অনুষ্ঠিত দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের দ্বৈরথের ভাগ্য লিখে দেয় ন্যাপোলি মিডফিল্ডার জিয়াকোমো রাসপাদোরির গোল। জার্মানির বিপক্ষে জয়সূচক গোল করেন সুইস ক্লাব এফসি বাসেলের ফরোয়ার্ড আদাম জালাই।

এ হারে নেশন্স লিগের দ্বিতীয় স্তরে পতন নিশ্চিত হয়ে গেছে থ্রি লায়ন্সদের। অপরদিকে ফাইনালে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখল ইতালি।

ইতালির মতো শিরোপা লড়াইয়ের সম্ভাবনা বেঁচে থাকল হাঙ্গেরিরও।

সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়নকে নিয়ে গড়া ৩ নাম্বার গ্রুপ। যাকে বলায় হয় ‘মৃত্যু কূপ’। সেই কূপের তলানিতে বিশ্ব ফুটবলের দুই প্রভাবশালী ইংল্যান্ড ও জার্মানি। ৫ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে হাঙ্গেরি। ৮ পয়েন্ট নিয়ে দুই-এ ইতালি। তিনে থাকা জার্মনির ঝুলিতে আছে ৬ পয়েন্ট। ২ পয়েন্ট নিয়ে তলানিতে ইংল্যান্ড।

ইংল্যান্ড-ইতালি ম্যাচের ষষ্ঠ মিনিটে জিয়ানলুকা স্কামাক্কার হেড থ্রি-লায়ন্স গোলরক্ষক নিক পেপের গ্লাভস ছুঁয়ে পোস্টে প্রতিহত হয়। নিষ্প্রাণ ম্যাচের প্রথমার্ধে এটিই ছিল উল্লেখযোগ্য ঘটনা। বিরতির পরও এ লড়াইয়ে প্রাণ খুঁজে পাওয়া যায়নি।

৬৮ ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোল করেন রাসপাদোরি। ৫ ম্যাচে এটি ইতালির দ্বিতীয় জয়।

জার্মানির বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড আদাম জালাই হাঙ্গেরির জয়সূচক গোলটি করেন। ৩৯ মিনিটে টমাস মুলারের হেড হাঙ্গেরি গোলরক্ষক পিটার গুলাসি ফিরিয়ে দেন। ৫১ মিনিটে ইকাই গুনদোগনের পাসে লেরয় সানের শটও ফিরিয়ে দেন এ গোলরক্ষক।

সম্পর্কিত পোস্ট